শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুর্নীতির মামলায় নাজিব রাজাকের স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০১  

দুর্নীতির-মামলায়-নাজিব-রাজাকের-স্ত্রীর-১০-বছরের-কারাদণ্ড

দুর্নীতির-মামলায়-নাজিব-রাজাকের-স্ত্রীর-১০-বছরের-কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসোরকে সরকারি চুক্তির বিনিময়ে ঘুষ চাওয়া এবং নেয়ার দায়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ রায় দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মদ জাইনি মাজলান বলেছেন, তিনটি ঘুষের অভিযোগে রোসমাহকে ৯৭০ মিলিয়ন রিঙ্গিত (২১৬.৪৫ মিলিয়ন ডলার) জরিমানাও দিতে হবে। প্রসিকিউশন যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে তাদের মামলা প্রমাণ করেছে।

আদালত জানিয়েছে, ২০১৬ সালে ১৯ কোটি ৪০ লাখ রিঙ্গিত (৬ কোটি ১০ লাখ ডলার) ঘুষ নেয়ার বিনিময়ে বিদ্যুৎ কোম্পানি জাপাক হোল্ডিংসকে ১২৫ কোটি রিঙ্গিতের সৌর বিদ্যুতের কাজ পাইয়ে দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে তার (নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুর) বিরুদ্ধে। ফার্স্ট লেডি থাকা অবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার ও বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

রায়ের পর সাংবাদিকদের রোসমাহ মনসুর অশ্রুসিক্ত হয়ে বলেন, ‘আজকে যা ঘটেছে তাতে আমি খুবই দুঃখিত। কেউ আমাকে অর্থ নিতে দেখেনি, কেউ আমাকে তা গুনতে দেখেনি.... কিন্তু যদি এটাই পরিণতি হয় তাহলে আমি সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলাম।’

আরো পড়ুন>> দুর্নীতির মামলায় নাজিব রাজাকের স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

এদিকে কবে থেকে এই ১০ বছরের সাজা শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি আদালত। এরইমধ্যে রোসমাহর বিরুদ্ধে মানিলন্ডারিং ও কর ফাঁকির ১৭টি অভিযোগ রয়েছে। 

এর আগে গত ২৩ আগস্ট দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হয় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে। এরইমধ্যে ১২ বছর সাজা ভোগ করা শুরু করেছেন ৬৯ বছরের এ রাজনীতিক। নাজিব রাজাক হলেন মালয়েশিয়ার শীর্ষ কোনো নেতা, দুর্নীতির দায়ে যাকে জেল খাটতে হচ্ছে। ২০২০ সালের জুলাইয়ে দোষী সাব্যস্ত হলেও, সে সময় আপিলের পর জামিনে ছাড়া পেয়েছিলেন নাজিব।

২০১৮ সালের নির্বাচনে নাজিবের অপ্রত্যাশিতভাবে পরাজিত হওয়ার পর দম্পতির কাছ থেকে ১২ হাজার গহনা, ৫৬৭টি বিলাসবহুল হ্যান্ডব্যাগ, ৪২৩টি ঘড়ি এবং ২৬ মিলিয়ন ডলার নগদ জব্দ করে পুলিশ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর