বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুই বাইকের সংঘর্ষে রাস্তায় সাতজন, চারজনকে পিষে মারলো বাস

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ২২ ১০ ০১  

দুই-বাইকের-সংঘর্ষে-রাস্তায়-সাতজন-চারজনকে-পিষে-মারলো-বাস

দুই-বাইকের-সংঘর্ষে-রাস্তায়-সাতজন-চারজনকে-পিষে-মারলো-বাস

দুই বাইকের সংঘর্ষের পর রাস্তায় পড়ে যান সাতজন আরোহী। এরমধ্যে চারজনকে পিষে চলে যায় একটি বাস। ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় চার মাসের শিশুসহ চারজন নিহত হয়েছেন।

ভারতের ফাতেহগড় গ্রামের কাছে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের সারওয়ার শহরে মঙ্গলবার রাতের দুর্ঘটনায় ঐ চারজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলের সংঘর্ষের পর সেগুলো থেকে রাস্তায় ছিটকে পড়ে আরোহীরা। পরে তাদের পিষে দেয় বাস। এ ঘটনায় চারজন মারা গেছে। আর আহত হয়েছেন তিনজন। আহত ব্যক্তিদের আজমিরের জেএলএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় মোটরসাইকেল দুটিতে সাতজন আরোহী ছিলেন। তখন নাসিরাবাদ থেকে কোটাগামী একটি বাস রাস্তায় পড়ে থাকা ব্যক্তিদের পিষে দেয়।

সারওয়ার শহরের এসএইচও গুমান সিং বলেন, এ ঘটনায় মারা গেছেন চাপারি গ্রামের বাসিন্দা গণেশ ভেল (২৫), জাদানা গ্রামের বাসিন্দা লক্ষ্মী গুজ্জর (৩২), ধিংগোনিয়া গ্রামের বাসিন্দা লক্ষ্মণ গুজ্জর (৩৪) এবং পিরু গুজ্জরের মেয়ে চার মাস বয়সী খুশি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর