মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তুরস্কে বিদ্যুৎ রফতানি শুরু করবে ইরান

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১২ ১২ ০২  

তুরস্কে-বিদ্যুৎ-রফতানি-শুরু-করবে-ইরান

তুরস্কে-বিদ্যুৎ-রফতানি-শুরু-করবে-ইরান

তুরস্কে খুব শিগগিরই বিদ্যুৎ রফতানি শুরু করবে ইরান। ইরানি জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান তুরস্কের জ্বালানিমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন।

তুরস্কে একদিনের সরকারি সফরে ইরানি মন্ত্রী ওই দেশের কৃষিমন্ত্রীর সাথেও বৈঠক করেছেন।

বৈঠক শেষে মেহরাবিয়ান সাংবাদিকদেরকে বলেছেন, তুরস্কে বিদ্যুৎ রফতানি এবং ওই দেশের রফতানি বাজার ব্যবহারের বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ইরানের বিদ্যুৎ আমদানির জন্য তুরস্কের ভ্যান শহরে দেশটির পক্ষ থেকে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে। বিদ্যুৎ সঞ্চালন বিষয়ক ওইসব অবকাঠামোর পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই ইরান থেকে বিদ্যুৎ রফতানি শুরু করা হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সর্বশেষ ইরান সফরের সময় যেসব সিদ্ধান্ত হয়েছে তারই আলোকে দুই দেশের মধ্যে বিদ্যুৎ বিষয়ক চুক্তি সই এবং তা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান ইরানের জ্বালানিমন্ত্রী।

আরো পড়ুন>> ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত ইউক্রেনের

ইরান ও তুরস্কের মধ্যে আরাস নদীর পানি বণ্টন নিয়ে মতবিরোধ রয়েছে। পানি বণ্টন ইস্যুটি পর্যালোচনা করতে একটি স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানের এই মন্ত্রী। তিনি বলেন, আগামী বছরের শুরুতে এ সংক্রান্ত কারিগরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র: তেহরান টাইমস

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর