রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাইওয়ানকে পুনর্মিলন করতে শক্তি প্রয়োগ সবশেষ অবলম্বন: চীন

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০১  

তাইওয়ানকে-পুনর্মিলন-করতে-শক্তি-প্রয়োগ-সবশেষ-অবলম্বন-চীন

তাইওয়ানকে-পুনর্মিলন-করতে-শক্তি-প্রয়োগ-সবশেষ-অবলম্বন-চীন

শান্তির পথে তাইওয়ানকে চীনের সঙ্গে অন্তর্ভুক্ত করতে না পারলে সবশেষ পদক্ষেপ হিসেবে শক্তি প্রয়োগ করা হবে।

শনিবার চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র এ কথা বলেন।

এক সংবাদ সম্মেলনে সান ইয়েলি বলেন, চীন ও তাইওয়ান পুনর্মিলন দুই অঞ্চলের জন্য স্বার্থ রক্ষা করবে। 

চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং তৃতীয়বার পাঁচ বছরের জন্য ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি পদে জেতার দৌড়ে রয়েছেন। আগামী সপ্তাহের রোববার বেজিংয়ের দ্য গ্রেট হল অব দ্যা পিপললে এ সম্মেলন হবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর