মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণী রুমমেট চেয়ে বিজ্ঞাপন দিলেন ব্যক্তি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০২  

তরুণী-রুমমেট-চেয়ে-বিজ্ঞাপন-দিলেন-ব্যক্তি

তরুণী-রুমমেট-চেয়ে-বিজ্ঞাপন-দিলেন-ব্যক্তি

ঘর ভাড়া দিতে চান কেবল তরুণীকে। আর সেই তরুণীকে রান্না এবং ঘর পরিষ্কার করতে হবে নিপুণ হাতে। ঘরে আনা যাবে না অন্য পুরুষ। ঘরের দরজাও সব সময় খোলা রাখতে হবে। এ ছাড়াও আরও অনেক অদ্ভুত দাবি-দাওয়া নিয়ে ঘর ভাড়ার বিজ্ঞাপন দিয়েছেন মধ্য বয়সী এক ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ডেট্রয়েট শহরের ঘটনা। ব্যক্তির দেওয়া বিজ্ঞাপনের ছবি টুইটারে ভাইরাল হতেই হইচই শুরু হয়েছে। এখন পর্যন্ত ৮৩ হাজারেরও বেশি মানুষ টুইটারে এই ছবিতে লাইক করেছেন। কেউ কেউ ওই ব্যক্তিকে ‘বিকৃত যৌনকামী’ বলেও আক্রমণ করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আওয়েন নামে ওই ব্যক্তি ডেট্রয়েটের একটি বহুতলে বাস করেন। সম্প্রতি নতুন ফ্ল্যাট-সঙ্গিনীর খোঁজ করে এলাকা জুড়ে তিনি কয়েকটি পোস্টার লাগান। কেমন ফ্ল্যাট-সঙ্গিনী তার চাই, তা নিয়েও বিশদ লেখা ছিল সেই পোস্টারে।

এই পোস্টারে লেখা ছিল, ‘৪৪ বছরের পুরুষের জন্য কেবল মাত্র ১৮-২৫ বছর বয়সি এক অবিবাহিতা তরুণী ফ্ল্যাট-সঙ্গিনী চাই। তরুণীকে অবশ্যই রান্না করতে এবং ঘর পরিষ্কার রাখতে ইচ্ছুক হতে হবে। ফ্ল্যাটে কেবল মাত্র একটিই শোওয়ার ঘর রয়েছে। একই বিছানায় শুতে না চাইলে সোফাতেও শুতে পারেন।’

আরো পড়ুন>> পুতিনের সিদ্ধান্তের ওপর চীনের প্রেসিডেন্ট শি’র প্রভাব!

বিজ্ঞাপনে আরও লেখা ছিল, ‘ফ্ল্যাটের মধ্যে কোনও পোষ্য রাখা যাবে না। মদ্যপান করা যাবে না। কোনও পুরুষ বন্ধুকে নিয়ে আসার অনুমতি নেই। আমার বাড়িতে দরজা বন্ধ রাখার নীতি নেই। প্রতি মাসে ভাড়া মাত্র ৪০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৩২ হাজার টাকা)।’

পোস্টারের নীচে নিজের ফোন নম্বর লিখে ইচ্ছুক তরুণীদের যোগাযোগ করার কথাও লেখা রয়েছে।

এই বিজ্ঞাপনের ছবি প্রকাশ্যে আসতেই টুইটার ব্যবহারকারীরা ওই ব্যক্তির নিন্দায় সরব হয়েছেন। অনেকে লিখেছেন ওই ব্যক্তির উদ্দেশ্য আদৌ সৎ নয়। অনেকে আবার তার এই বিজ্ঞাপনকে ‘বুড়ো বয়সে ভীমরতি’ বলেছেন।

সূত্র: আনন্দবাজার

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর