সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিজেলবাহী ট্রাকের ধাক্কায় বাসে আগুন লেগে নিহত ১১

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ০৯ ০৯ ০১  

ডিজেলবাহী-ট্রাকের-ধাক্কায়-বাসে-আগুন-লেগে-নিহত-১১

ডিজেলবাহী-ট্রাকের-ধাক্কায়-বাসে-আগুন-লেগে-নিহত-১১

ডিজেলবাহী একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসে আগুন লেগে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩৮ জন। 

শনিবার সকাল সোয়া ৫টায় ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাশিকের আরাঙ্গাবাদ এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নাশিকের সহকারী পুলিশ কমিশনার আমল থাম্বে বলেন, বাসটি ছিল স্লিপার কোচ। যারা নিহত হয়েছেন তারা সবাই বাসের যাত্রী ছিলেন। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, এ ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়েরের পর তদন্ত কাজ চলছে। বাসে কি কারণে আগুন লেগেছে তা খুঁজে বের করতে চেষ্টা করা হচ্ছে। 

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বিশাল এক আগ্নিকুণ্ড বাসকে আচ্ছন্ন করেছে। সেখানকার কর্তৃপক্ষ আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান,  সকাল ৫টা ১৫ মিনিটে বাসে আগুন লাগছে পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়। 

এদিকে, এ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দাদা বসু বলেন, আহতদের চিকিৎসা খরচ বহন করবে সরকার।

সূত্র-এনডিটিভি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর