শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডলার এড়িয়ে বাংলাদেশে তেল রফতানির প্রক্রিয়া খোঁজা হচ্ছে: রুশ রাষ্ট্রদূত

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ০২ ০২ ০২  

ডলার-এড়িয়ে-বাংলাদেশে-তেল-রফতানির-প্রক্রিয়া-খোঁজা-হচ্ছে-রুশ-রাষ্ট্রদূত

ডলার-এড়িয়ে-বাংলাদেশে-তেল-রফতানির-প্রক্রিয়া-খোঁজা-হচ্ছে-রুশ-রাষ্ট্রদূত

বাংলাদেশ অপরিশোধিত ও পরিশোধিত তেল সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।

বুধবার রুশ দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, রাশিয়ান অপরিশোধিত ও পরিশোধিত তেল সরবরাহের বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে এবং ব্যবসায়ী পর্যায়ে বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, রাশিয়ার অপরিশোধিত তেল এখানে পরিশোধন করা যায় কি না তা জানতে বাংলাদেশি বিশেষজ্ঞদের কাছে নমুনা পাঠানো হবে।

আলেকজান্ডার মান্টিটস্কি বলেন, মার্কিন ডলার এড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চালানোর প্রক্রিয়া খোঁজার কাজ শুরু হয়েছে। আমি সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেছি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর