মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাম্পের নথিগুলোতে প্রবেশ করতে বিশেষজ্ঞ চায় মার্কিন বিচার বিভাগ

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

ট্রাম্পের-নথিগুলোতে-প্রবেশ-করতে-বিশেষজ্ঞ-চায়-মার্কিন-বিচার-বিভাগ

ট্রাম্পের-নথিগুলোতে-প্রবেশ-করতে-বিশেষজ্ঞ-চায়-মার্কিন-বিচার-বিভাগ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে এফবিআইয়ের জব্দ করা কাগজপত্র যাচাইয়ের জন্য একটি বিশেষ বিশেষজ্ঞ নিয়োগের আদেশের আবেদন ত্বরান্বিত করছে মার্কিন বিচার বিভাগ।

শুক্রবার বিকেলে এ নিয়ে আদালতে আবেদন করেছে বিভাগটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, ট্রাম্পের মার-এ-লাগো স্টেটের বাড়ি থেকে উদ্ধার করা নন-ক্লাসিফাইড (গোপনীয় নয়) সরকারি নথিগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। এতে তদন্ত মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

আগামী ১১ নভেম্বরের মধ্যে সব নথি একটি ফাইলবদ্ধ করার নির্দেশ দিতে আপিলের ১১তম সার্কিট আদালতে আবেদন করেছে বিচার বিভাগ। 

এদিকে, সরকার বলেছে, মার্কিন বিচার বিভাগের এ আবেদনের বিরোধিতা করেছেন ট্রাম্পের আইনজীবীরা। 

ট্রাম্পের মুখপাত্র টেইলর বোদোউইচ এক মেইল বার্তায় জানান, কয়েক সপ্তাহে যুক্তিতর্ক প্রস্তুত করা হয়েছে। এখন নয় দিনের ব্যবধানে বিচার বিভাগ একটি অপ্রয়োজনীয় বিতর্ক টানছে।

বিচার বিভাগের দাবি, খোঁজার সময় ১১ হাজার গোপনীয় নয়- এমন ফাইলে প্রবেশ করা যাচ্ছে না। এগুলো গোপন নথিগুলোর সরঞ্জামের পাশাপাশি থাকায় শনাক্ত করা যাচ্ছে না।

সরকার বলছে, গোপনীয় নয় এমন নথিগুলো কীভাবে ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটের বাড়িতে গিয়েছে তা আলোকপাত করা হতে পারে। এছাড়া কারা নথিগুলোতে প্রবেশ করতে পারে?

শুক্রবারের আবেদনে বলা হয়, উদ্ধার করা নথিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অবস্থার বিপর্যয়ের বাধা এবং সরকারি নথি লুকানো বা সরানোর প্রমাণ হতে পারে। 

বিচার বিভাগ বলছে, বিশেষজ্ঞ চাওয়ার নির্দেশের ব্যাপারে সরকার সমর্থন করবে। যদি আমরা আদালতে করা আবেদনে জয়ী হই, তবে কোনো বাধা ছাড়ই আমরা আমাদের পুরো তদন্ত তাড়াতাড়ি চালিয়ে যেতে পারব। এছাড়া এ প্রমাণ দিয়ে আমরা আইনিভাবে তল্লাশির আদেশ পাব।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর