শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ১৯ ০৭ ০২  

টেলিযোগাযোগমন্ত্রীর-সঙ্গে-মালয়েশিয়ার-হাইকমিশনারের-সাক্ষাৎ

টেলিযোগাযোগমন্ত্রীর-সঙ্গে-মালয়েশিয়ার-হাইকমিশনারের-সাক্ষাৎ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মো. হাসিম।

বৃহস্পতিবার মন্ত্রীর সচিবালয় দফতরে সাক্ষাতের সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে টেলিযোগাযোগ খাত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। গত সাড়ে ১৩ বছরে বাংলাদেশের টেলিযোগাযোগে খাতে অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশের প্রতিটি খাতে বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে। আমাদের ডিজিটাল কর্মসূচি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করছে।

তিনি বাংলাদেশেকে বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক জায়গা হিসেবে উল্লেখ করেন।

সরকারের বিনিয়োগ বান্ধব নীতির এই সুযোগ কাজে লাগাতে মালয়েশিয়া ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর