সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টিউবওয়েল চাপলে বেরিয়ে আসছে মদ!

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০২  

টিউবওয়েল-চাপলে-বেরিয়ে-আসছে-মদ

টিউবওয়েল-চাপলে-বেরিয়ে-আসছে-মদ

টিউবওয়েল চাপলে বেরিয়ে আসে পানি। সেই পানি পানে বাঁচে জীবন। কিন্তু দুটি গ্রামের টিউবওয়েলগুলোতে চাপলে বেরিয়ে আসছে মদ। বৈধ মদ ব্যবসার তদন্তে নেমে এরকমই টিউবওয়েলের সন্ধান পেয়েছে পুলিশ।

ভারতের মধ্য প্রদেশের গুনা এলাকায় এসব টিউবওয়েলের সন্ধান মিলেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, মাটি থেকে প্রায় সাত ফুট গভীরে বড় বড় পাত্রে বেআইনিভাবে মদ লুকিয়ে রাখা হয়েছিল। আর তার ওপরে বসানো হয়েছিল টিউবওয়েল। সেটি চাপলেই পানির মতো মদ বেরিয়ে আসতো।

পুলিশ জানায়, ঐ অঞ্চলে অবৈধ মদের ব্যবসার খবর তাদের কাছে ছিল। তার খোঁজে তল্লাশি চালাতেই টিউবওয়েলের  সন্ধান মেলে। তা দেখে সন্দেহ হয় পুলিশের। পরে টিউবওয়েল চাপতেই অবাক সবাই। কারণ, এর মুখ দিয়ে পানির বদলে বেরিয়ে আসছে মদ।

অবশ্য পুলিশ প্রথমে টিউবওয়েল থেকে পচা পানি বের হচ্ছে বলে ভেবেছিল। কিন্তু কিছুক্ষণ চাপার পরে আদতে মদ বের হওয়ার বিষয়টি হয় তারা।

জানা গেছে, টিউবওয়েল চেপে মদ বের করে তা পলিথিনের প্যাকেট অথবা বোতলে ভরে বিক্রি করা হতো। বাজেয়াপ্ত সব মদ নষ্ট করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত আটজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে কাউকে এখনো আটক করা যায়নি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর