বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জ্বালানি কোম্পানিকে জরুরি তারল্য নিরাপত্তার ঘোষণা সুইডেনের

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ১১ ১১ ০২  

জ্বালানি-কোম্পানিকে-জরুরি-তারল্য-নিরাপত্তার-ঘোষণা-সুইডেনের

জ্বালানি-কোম্পানিকে-জরুরি-তারল্য-নিরাপত্তার-ঘোষণা-সুইডেনের

নর্ডস্ট্রিম-১ গ্যাস পাইপলাইন বন্ধ করায় অর্থনৈতিক সংকট এড়ানোর জন্য নরডিকস ও ব্যালটিকস এলাকার জ্বালানি কোম্পানিগুলোকে শতশত বিলিয়ন ডলারের তারল্য নিরাপত্তা প্রদানের ঘোষণা করেছে সুইডেন।

দেশটির প্রধানমন্ত্রী ম্যাগডেলেনা অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ইউরোপের জ্বালানি সংকটের কারণে ‘শীত যুদ্ধের’ মুখোমুখি হতে পারে সুইডেন। তাই এরইমধ্যে শতশত বিলিয়ন ডলারের নিরাপত্তা প্রদানের কাজ চলছে।

ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর পশ্চিমাদের জারিকৃত নিষেধাজ্ঞার কবলে পড়া মস্কো বলছে,  নিয়মিত মেরামতের জন্য নর্ডস্ট্রিম-১ গ্যাস পাইপলাইন বন্ধ রাখা হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা অভিযোগ করছেন, রাশিয়া জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

‘রাশিয়ার জ্বালানি যুদ্ধে ইউরোপ ও সুইডেনের বাড়ি এব কোম্পানিগুলো মারাত্মক পরিস্থিতিতে পড়েছে। বিশেষ করে সুইডেনের দক্ষিণাঞ্চলের মানুষরা বেশি বেকায়দায় পড়েছেন। কারণ তারা জার্মানি থেকে বিদ্যুৎ কেনেন। আর জার্মানি রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল।

সুইডেনের প্রধানমন্ত্রী বলেন, এ অবস্থা আমাদের অর্থনীতির স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। যদি আমরা শিগগিরই প্রয়োজনী ব্যবস্থা না নেই তবে আমাদের নরডিকস ও ব্যালটিকস অঞ্চল মারাত্মক সমস্যায় পড়বে।

যখন রাশিয়া পাইল ছিদ্র হওয়ার কারণে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করেছে তখনই কোম্পানিগুলোকে অর্থনৈতিক নিরাপত্তার কথা জানালেন সুইডেনের প্রধানমন্ত্রী। 

ধারণা করা হচ্ছে, সোমবার বাজার চালু হওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেড়ে যাবে।  

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর