বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাহাজ থেকে পড়ে রাশিয়ার জ্বালানি কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৩ ০১ ০১  

জাহাজ-থেকে-পড়ে-রাশিয়ার-জ্বালানি-কর্মকর্তার-মৃত্যু

জাহাজ-থেকে-পড়ে-রাশিয়ার-জ্বালানি-কর্মকর্তার-মৃত্যু

রাশিয়ার লুকোয়েল তেল কোম্পানির চেয়ারম্যান রাভিল ম্যাগানভের পর এবার দেশটির ইভান পেচরিন (৪০) নামে জ্বালানি সংস্থার একজন নির্বাহীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

ইভান পেচরিন রাশিয়ার জ্বালানি সংস্থা ‘ফার ইস্ট অ্যান্ড আর্কটিক ডেভোলপমেন্ট কর্পোরেশনের (ইআরডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুযায়ী, জাপান সাগরের রাস্কি দ্বীপের উপকূলে নোঙরের সময় একটি জাহাজ থেকে পড়ে মৃত্যুবরণ করেন পেচরিন।

রুশ গণমাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনার কয়েক দিন আগে ইভান পেচরিন ইস্টার্ন ইকোনোমিক ফোরামের একটি কর্মসূচিতে অংশ নেন। ভ্লাদিভস্তকে আয়োজিত ঐ কর্মসূচিতে রুশ প্রেসিডেন্ট পুতিন প্রধান অতিথি ছিলেন। সোমবার ব্যাপক অনুসন্ধানের পর তার মরদেহ উদ্ধার করা হয়।

জ্বালানি সংস্থা ইআরডিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইভান পেচরিনের মৃত্যু কোম্পানি, বন্ধু এবং কর্মীদের জন্য অপূরণীয় ক্ষতি। 

এর আগে, গত ১ সেপ্টেম্বর হাসপাতালের জানালা থেকে পড়ে রাশিয়ার লুকোয়েল তেল কোম্পানির চেয়ারম্যান রাভিল ম্যাগানভ মারা যান। ৬৭ বছর বয়সী ম্যাগানভ মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছরের মার্চের দিকে যুদ্ধে হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়ে রাশিয়াকে ইউক্রেন অভিযান শেষ করার আহ্বান জানান ম্যাগানভ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর