সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জন্মদিনে ট্রাক্টর উপহার পেলেন পুতিন

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

জন্মদিনে-ট্রাক্টর-উপহার-পেলেন-পুতিন

জন্মদিনে-ট্রাক্টর-উপহার-পেলেন-পুতিন

নিজের জন্মদিনে একটি ট্রাক্টর উপহার পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে এই ব্যতিক্রম উপহার দিয়েছেন তার ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজেন্ডার লুকাশেঙ্কো।

শুক্রবার (৭ অক্টোবর) ছিল পুতিনের ৭০ তম জন্মদিন। এদিনই ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত আন্তঃসরকার সংস্থা কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্টের (সিআইএস) সম্মেলন। সম্মেলনে যোগ দিতে এদিন রাশিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গের কনস্ট্যানটিনোভস্কি প্রাসাদে গিয়েছিলেন লুকাশেঙ্কো

সেখানে সাংবাদিকদের তিনি বলেন, আমি তাকে একটি ট্রাক্টর উপহার দিয়েছি। এটি খুবই চমৎকার, মজবুত এবং টেকসই এবং বেলারুশের সেরা ট্রাক্টরগুলোর মধ্যে একটি। আমি নিজেও এরকম একটি ট্রাক্টর আমার বাগানে ব্যবহার করি।

ট্রাক্টরকে সোভিয়েত শাসনামল থেকে বেলারুশের শিল্প খাতের গর্ব হিসেবে ধরা হয়। এ কারণেই পুতিনের জন্মদিনে এমন বিরল উপহার পুতিনকে দিলেন বেলারুশের প্রেসিডেন্ট।

গত প্রায় তিন দশক ধরে বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো। ১৯৯৪ সালের ২০ জুলাই পূর্ব ইউরোপের দেশ বেলারুশের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন লুকাশেঙ্কো। সোভিয়েত-পরবর্তী বেলারুশের ইতিহাসে তিনি প্রথম ও একমাত্র ব্যক্তি যিনি জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

সূত্র: বিবিসি

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর