শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চীনের ড্রোনকে ভূপাতিত করা ‘যথার্থ’

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ১৪ ০২ ০১  

চীনের-ড্রোনকে-ভূপাতিত-করা-যথার্থ

চীনের-ড্রোনকে-ভূপাতিত-করা-যথার্থ

বারবার সতর্কতার পর তাইওয়ান নিয়ন্ত্রিত এলাকায় উড়ানো ড্রোনকে ভূপাতিত করাকে যথার্থ বলেছেন ভূখণ্ডটির প্রধানমন্ত্রী সু স্যাং চ্যাং। শুক্রবার এক ভাষণে তিনি এ কথা বলেন। তিনি চীনকে অযাচিত অনুশীলন করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

এর আগে, বৃহস্পতিবার চীনা উপকূলের একটি দ্বীপের কাছে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করা অজ্ঞাত বেসামরিক ড্রোনকে গুলি করে ভূপাতিত করে তাইওয়ানের সামরিক বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দিন দু’য়েক আগে তাইওয়ান সতর্ক করে, চীনের সশস্ত্র বাহিনী তার ভূখণ্ডে প্রবেশ করলে আত্মরক্ষা এবং ‘পাল্টা আক্রমণ’ করার অধিকার প্রয়োগ করবে তাইপে। এমনকি নিজ সীমার মধ্যে প্রবেশকারী যেকোনো আকাশযানে হামলারও হুঁশিয়ারি দিয়েছিল তারা।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব অঞ্চল বলে দাবি করে বেইজিং। গত আগস্ট মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর দ্বীপের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া চালায় দেশটি।

পেলোসির সেই সফরের পর দুই সপ্তাহ পার না হতেই তাইওয়ান সফরে যান মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল। এরপর আবারও দ্বীপটির চারপাশে সামরিক মহড়া শুরু করে চীন।

তাইওয়ানের প্রতিরক্ষা কর্মকর্তারা দিন দু’য়েক আগে জানান, তাইওয়ানের কাছে চীনের ‘ব্যাপক মাত্রার’ সামরিক টহল অব্যাহত রয়েছে এবং তাইওয়ান প্রণালীকে দুই ভাগে আলাদা করে ‘অভ্যন্তরীণ সমুদ্রে’ পরিণত করার বেইজিংয়ের ইচ্ছা এ অঞ্চলে অস্থিতিশীলতার প্রধান উৎস হয়ে উঠবে।

তাইওয়ানের সরকার বলছে, তারা কাউকে প্ররোচনা দেবে না বা উত্তেজনা বাড়াবে না। তবে সম্প্রতি চীনের উপকূলের কাছাকাছি তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপগুলোতে চীনা ড্রোন বারবার উড্ডয়ন করার কারণে তারা বিশেষভাবে ক্ষুব্ধ হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর