সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চীনকে ঠেকাতে এক হলো শক্তিশালী তিন দেশ

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০১  

চীনকে-ঠেকাতে-এক-হলো-শক্তিশালী-তিন-দেশ

চীনকে-ঠেকাতে-এক-হলো-শক্তিশালী-তিন-দেশ

সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা বাড়া চীনকে ঠেকাতে সম্মত হয়েছে বিশ্বের সামরিক ও অর্থনৈতিক শক্তিশালী তিন দেশ। এরইমধ্যে তিনটি দেশের প্রতিরক্ষামন্ত্রী নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা চীনকে ঠেকাতে সম্মত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক প্রধান কার্যালয়ে জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের স্বাগত জানা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি এ সময় বলেন,তাইওয়ান প্রণালী ও তার অন্যান্য অঞ্চলে চীনের আক্রমণাত্মক ও ভয়ংকর আচরণ বাড়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, আন্তর্জাতিক নিয়মের মধ্যে আমাদের সবার স্বার্থ নিহিত রয়েছে। কিন্তু আমরা দেখছি, ইন্দো-প্রশান্ত সাগরে চাপ অনুভব করছি। কারণ, চীন বিশ্বব্যাপী নিজেদের একটি অবস্থান তৈরি করতে কাজ করছে, যা আগে কখনো দেখা যায়নি।

শুক্রবার মাত্র ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব কমাতে কূটনৈতিক কার্যক্রম চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

গত বৃহস্পতিবার প্রশান্ত মহাসাগরীর দেশগুলোর জন্য ৮১০ মিলিন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ওয়াশিংটন। দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখেন।

গত সপ্তাহে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, তাইওয়ান প্রণালীসহ এশিয়াজুড়ে কোনো ধরনের ভয় বা শঙ্কা ছাড়াই কাজ করবে যুক্তরাষ্ট্র।

এদিকে, তাইওয়ান ও তার প্রণালীকে নিজেদের অংশ হিসেবে বিবেচনা করে আসছে চীন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর