সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘনঘন ন্যাটোর গোপন বৈঠক, তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কতা রাশিয়ার

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০১  

ঘনঘন-ন্যাটোর-গোপন-বৈঠক-তৃতীয়-বিশ্বযুদ্ধের-সতর্কতা-রাশিয়ার

ঘনঘন-ন্যাটোর-গোপন-বৈঠক-তৃতীয়-বিশ্বযুদ্ধের-সতর্কতা-রাশিয়ার

ন্যাটো অঞ্চলের প্রত্যেক ইঞ্চি রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পর বেলজিয়ামের ব্রাসেলে ঘন ঘন গোপন বৈঠক করছে পশ্চিমাদের সামরিক জোটের পরমাণু পরিকল্পনা দল। এতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সতর্কতা জারি করেছে রাশিয়া।

বৃহস্পতিবার থেকে ন্যাটোর সদস্যরা একটি পরমাণু অস্ত্রের মহড়ার দিকে এগিয়ে যাচ্ছে। যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয় তবে রাশিয়া ঝাঁপিয়ে পড়বে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেক্সান্ডার ভেনেদিকতব দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে বলেন, কিয়েভ ভালো করেই জানে যে, ন্যাটোতে যোগ দেওয়ার পদক্ষেপ মানেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হওয়া। আত্মঘাতী প্রকৃতির এ সিদ্ধান্ত সম্পর্কে ন্যাটোর সদস্যরাও অবগত।

বৃহস্পতিবার এক আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লইয়ড আস্টিন বলেন, আমরা ন্যাটো অঞ্চলের প্রত্যেক ইঞ্চিকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

ইউক্রেন যুদ্ধে সহায়তার অংশ হিসেবে সর্বশেষ অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও ঘোষণা দেন ইউক্রেন প্রতিরক্ষা সচিব।

রাজনৈতিক পরামর্শ সংস্থা রাশমুশেন গ্লোবানের প্রধান ফেবরিস পথিয়ার আলজাজিরা-কে বলেন, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ছাড়া ইউক্রেনকে ভারসাম্য করতে সমর্থন দেওয়ার চেষ্টা করেছিল ন্যাটো। এখন তারা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হঠাতে এই মুহূর্তে চেষ্টা করছেন। এটি হোক রাজনৈতিক বা সামরিকভাবে। একই সময় কোনো বৈঠক ছাড়াই তা করা হচ্ছে। এটি পুতিনের আগ্রাসন আরো বাড়াতে পারে। তবে পুতিনকে ব্যর্থ করে একঘরে করা এবং কোনো ধরনের খারাপ পদক্ষেপ ছাড়া পরাজিত করা হবে ন্যাটোর জন্য বুদ্ধিমানের কাজ।

বৃহস্পতিবার সূচিতে থাকা ন্যাটোর হেডকোয়ার্টাসের একটি আলোচনায় একটি পরিষ্কার বার্তা দেওয়া হয়। সেখানে ইউক্রেনের প্রতিরক্ষা এবং ন্যাটোর অভ্যন্তরীণ প্রয়োজনে অস্ত্র জোরদারের সংকেত দেওয়া হয়।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর