সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোপন নথি বিতর্কে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন ট্রাম্প

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ১৪ ০২ ০১  

গোপন-নথি-বিতর্কে-সুপ্রিম-কোর্টের-হস্তক্ষেপ-চাইলেন-ট্রাম্প

গোপন-নথি-বিতর্কে-সুপ্রিম-কোর্টের-হস্তক্ষেপ-চাইলেন-ট্রাম্প

নিজের বাড়ি থেকে উদ্ধার হওয়া গোপন নথিপত্রে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পর্যালোচনা বন্ধ করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত আবেদন করেছেন ট্রাম্পের আইনজীবীরা। 

আবেদনে আইনজীবীরা জানান, বিশেষ সুবিধাপ্রাপ্ত গোপন নথিপত্র পর্যালোচনার জন্য একটি নিরপেক্ষ মাধ্যম পরীক্ষা-নিরীক্ষা করছে। তাই সরকারের পক্ষ থেকে গোপন নথিগুলোর পর্যালোচনা বন্ধ করা আহ্বান জানাই। 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন বিচার বিভাগের সপ্তাহব্যাপী আইনি লড়াইয়ের মধ্যে ট্রাম্পের আইনজীবীরা এ আবেদন করলেন। 

গত মাসে ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো স্টেইটের বাড়ি থেকৈ উদ্ধার করা গোপন নথি সরকার দ্বারা পর্যালোচনা বন্ধ করতে ফেডারেল জেলার বিচারকের সিদ্ধান্ত বাতিল করেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। ঐ সময় তখন বলা হয়, বিশেষজ্ঞ দ্বারা নথি পর্যালোচনা বিষয়টি সাজানো।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর