শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেরসন অঞ্চল পুনরুদ্ধারে তুমুল যুদ্ধে ইউক্রেন

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ০২ ০২ ০১  

খেরসন-অঞ্চল-পুনরুদ্ধারে-তুমুল-যুদ্ধে-ইউক্রেন

খেরসন-অঞ্চল-পুনরুদ্ধারে-তুমুল-যুদ্ধে-ইউক্রেন

ইউক্রেনের খেরসন অঞ্চলের দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখল করা এলাকা পুনরুদ্ধার করতে তুমুল যুদ্ধ করেছে ইউক্রেনীয় সেনারা। যদিও এটি দ্রুত ঘটবে না বলে মনে করছেন বিশেজ্ঞরা।

মাইকোলিভ অঞ্চলের প্রধান ভিটালি কিম বলেন, তুমুল যুদ্ধ চলছে, আমাদের সৈনিকরা সঠিক সময়ে কাজ করছেন।

এর আগে, ইউক্রেন জানায়, তারা রাশিয়ার প্রতিরক্ষার প্রথম লাইন ভেঙে ফেলেছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ইউক্রেনের সেনাবাহিনীর অনেক সৈন্য আহত হয়েছেন। তবে ইউক্রেন ও রাশিয়ার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার অভিযানের পর প্রথম রুশ সেনাদের হাতে পতন নয় খেরসন।

ইউক্রেনের শীর্ষ সামরিক কর্মকর্তারা পাল্টা হামলার পর্যাপ্ত তথ্য দিতে লুকোচুরি করছেন। তারা জনগণকে ধৈর্য ধরা আহ্বান করেছেন।

মঙ্গলবার ইউক্রেনের অভিযানের কমান্ডো (দক্ষিণ) বলেন, যুদ্ধ অব্যাহত রয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর