বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খারখিভে বেকায়দায় রুশ বাহিনী, শক্তি বাড়াতে সেনা পাঠাচ্ছে রাশিয়া

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ১২ ১২ ০১  

খারখিভে-বেকায়দায়-রুশ-বাহিনী-শক্তি-বাড়াতে-সেনা-পাঠাচ্ছে-রাশিয়া

খারখিভে-বেকায়দায়-রুশ-বাহিনী-শক্তি-বাড়াতে-সেনা-পাঠাচ্ছে-রাশিয়া

ইউক্রেনের সেনাবাহিনীর তীব্র আক্রমণে হাতছাড়া হওয়া খারখিভ অঞ্চলের বেশ কয়েকটি এলাকা পুনর্দখল করতে আরো সৈন্য পাঠাচ্ছে রাশিয়া। 

রাশিয়ার সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় দ্য গার্ডিয়ান। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে অভিযানের পর থেকে দখল করা এলাকায় তীব্র পাল্টা আক্রমণ করে বসে জেলেনস্কির সৈন্যরা। এতে বিশাল এলাকা মুক্ত করে কিয়েভ।

শুক্রবার একটি ভিডিওতে সেই তথ্যও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, খারখিভ অঞ্চলের ৩০ বসতি এলাকা মুক্ত করেছে ইউক্রেনের সেনারা।

দখল করা খারখিভ এলাকার রাশিয়ার এক কর্মকর্তা রুশ সৈন্যদের পিছু হটে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভিটালি গিনচেভ জানান, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙায় স্পষ্টত ইউক্রেনের সেনাদের বিজয় হয়েছে। ইউক্রেনের সেনারা নিখুঁত ও দ্রুততার সঙ্গে এগিয়ে আসছে। 

গিনচেভ বলেন, বালাকালিয়া শহরের কাছে তীব্র যুদ্ধ চলছে। বৃহস্পতিবার ইউক্রেনের সেনা এলাকাটি দখল করেছে। বালাকালিয়া আমাদের নিয়ন্ত্রনে নেই। কিন্তু  তীব্র যুদ্ধ চলছে এবং আমাদের সৈন্যরা পিছু হটছে।

এক সপ্তাহের জন্য দক্ষিণের খেরাসান অঞ্চলে পাল্টা আক্রমণের পরিকল্পনা করেছে ইউক্রেনের কর্মকর্তারা। তবে তারা সেটি বদলে উত্তর-পূর্ব খারখিভের দিকে অভিযান পরিচালনা করছে।এতে রাশিয়া হতবাক হয়েছে।

শুক্রবার মস্কো একটি রকেট ঐ শহরে ছুড়েছে। যার ফলে তিনজন শিশুসহ ১০জন আহত হয়েছেন। এতে জেলেনস্কির চিফ অব স্টাফ নিন্দা জানিয়েছেন।

আনদ্রি ইয়ার্মাক বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর প্রত্যেক সাফল্য ও বিজয়ে সাধারণ জনগণের ওপর প্রতিশোধ নেয় রাশিয়া।

খারখিভের মেয়র ইহর তেরেকোভ বলেন, রকেটটি শিশুদের আর্ট সেন্টারে আঘাত হানে। এছাড়া একটি বাড়িতেও সেটি আঘাত হানে।

ইউক্রেনের পরবর্তী লক্ষ্য হচ্ছে কোপিয়ানস্ক শহর দখল করা। বৃহস্পতিবার রাশিয়ার কর্তৃপক্ষ জানায়, তারা কোপিয়ানস্ক থেকে নারী ও শিশুদের সরানোর পরিকল্পনা করছে। কারণ ইউক্রেন কোপিয়ানস্কেতে হামলা করতে পারে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর