সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নতুন রেকর্ড গড়ল উত্তর কোরিয়া

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

ক্ষেপণাস্ত্র-পরীক্ষা-চালিয়ে-নতুন-রেকর্ড-গড়ল-উত্তর-কোরিয়া

ক্ষেপণাস্ত্র-পরীক্ষা-চালিয়ে-নতুন-রেকর্ড-গড়ল-উত্তর-কোরিয়া

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোকে মামার বাড়ির আবদারে পরিণত করেছে উত্তর কোরিয়া। এক সপ্তাহে চারবার পরীক্ষা চালিয়ে রেকর্ড গড়েছিল দেশটি। এবার রোববার ভোরে আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এতে টানা দুই সপ্তাহে সাতবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আগের রেকর্ড ভাঙল কিমের দেশ।

জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো বলেন, রোববার নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে। সেগুলো ৩৫০ কিলোমিটার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ছিল। প্রথমটি স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটের দিকে এবং অপরটি তার প্রায় ছয় মিনিট পরে নিক্ষেপ করা হয়।

তিনি আরো বলেন, ভোরের আগে নিক্ষেপ করা এসব ক্ষেপণাস্ত্র জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। এসব ক্ষেপণাস্ত্র ঠিক ধরনের তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণের পর মিত্র এবং অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে তারা। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘অস্থিতিশীল প্রভাবকে’ তুলে ধরা হচ্ছে। 

এদিকে, উত্তর কোরিয়ার চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিচলিত কিংবা কোনো হুমকির সৃষ্টি করেনি বলে জানিয়েছে ওয়াশিংটন।

যুক্তাষ্ট্রের হাওয়াই-ভিত্তিক ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলেছে,‘কোরিয়া ও জাপান প্রজাতন্ত্রের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিগুলো এখনে কঠিন শক্ত আবরণে রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার আগের চেয়ে পারমাণবিক অস্ত্রে সজ্জিত অনেক দূর পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া । গত পাঁচ বছরের মধ্যে এ প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে ঐ ক্ষেপণাস্ত্রটি ছুড়ে দেশটি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর