সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিমিয়া সেতুর বিস্ফোরণের ঘটনায় ৮ জন আটক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০২  

ক্রিমিয়া-সেতুর-বিস্ফোরণের-ঘটনায়-৮-জন-আটক

ক্রিমিয়া-সেতুর-বিস্ফোরণের-ঘটনায়-৮-জন-আটক

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতুতে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানায়, আটকদের মধ্যে পাঁচজন রাশিয়ান, অন্যান্যরা ইউক্রেন ও আর্মেনিয়ার নাগরিক।

রাশিয়া বলছে, ক্রিমিয়ার সেতুতে গাড়ি বোমা হামলার চালানোর জন্য দায়ী ইউক্রেন। তবে রাশিয়ার দাবিকে, ‘কাণ্ডজ্ঞানহীন’ বলছে কিয়েভ। 

ইউক্রেনের দক্ষিণের শহর আভদিভকার মার্কেটে হামলায় সাতজন নিহত হওয়ার খবরের পরই এ সংবাদ দিল রাশিয়া। দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক প্রধান পাভলো কিরিলেন্সকো বলেন, একটি ব্যস্ত সময় হামলার ঘটনা ঘটেছে। নিহতের পাশাপাশি আটজন গুরুতর আহত হয়েছেন। 

ইউক্রেনের এ সামরিক কর্মকর্তা বলেন, রাশিয়ার দখল করা এলাকা থেকে ইউক্রেনীয়দের সরে যাওয়ার পরামর্শ দিচ্ছি।

এদিকে, ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অনেক বড় আঘাত। কারণ তিনি রাশিয়ার অর্থায়নে ২০১৮ সালে সেতুটি উদ্বোধন করেন। এ সেতু দিয়েই ক্রিমিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করেছে রাশিয়া।

সেতুকে গাড়ি বোমা হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন পুতিন। এটি রাশিয়ার গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো। তাই সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বলছে, বিস্ফোরণটি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা সংস্থার কিরিলো বোদানভ, তার কর্মী ও এজেন্টরা করেছেন। 

সূত্র- বিবিসি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর