বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোহিনূরখচিত মুকুট ছাড়াও রানির কাছে ছিল যেসব ঐতিহাসিক-অমূল্য গহনা

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০২  

কোহিনূরখচিত-মুকুট-ছাড়াও-রানির-কাছে-ছিল-যেসব-ঐতিহাসিক-অমূল্য-গহনা

কোহিনূরখচিত-মুকুট-ছাড়াও-রানির-কাছে-ছিল-যেসব-ঐতিহাসিক-অমূল্য-গহনা

ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ শাসকের ভূমিকা পালনকারী ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছর বয়সে মারা যাওয়া রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বহু আলোচিত কোহিনূর বসানো মুকুটটি এখন উঠবে চার্লসের স্ত্রী ক্যামিলার মাথায়। তবে এ বহুমূল্যবান মুকুট ছাড়াও রানির সংগ্রহে ছিল শতশত বছরের ঐতিহাসিক অনেক গহনা। এসব গহনার বেশকিছু রানি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে।

রানি দ্বিতীয় এলিজাবেথের সংগ্রহে ছিল বিশেষ একটি টায়রা। ১৯২১ সালে গ্র্যান্ড ডাচেস ভ্লাদিমিরের কাছ থেকে হিরা ও বহুমূল্য মুক্তা খচিত এ টায়রাটি কিনেছিলেন রানি মেরি। রানি মেরি সম্পর্কে রানির দ্বিতীয় এলিজাবেথের দাদি হন। রানি মেরির মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে এ টায়রাটি পান রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির গহনার সংগ্রহে রয়েছে আরো বেশ কয়েকটি টায়রা। ১৯৭৩ সালে বার্মা থেকে এমনই একটি টায়রা তৈরি করেন রানি। ৯৬টি বার্মা রুবি দিয়ে তৈরি হয়েছে এ বিশেষ টায়রা।

ছবি: সংগৃহীত

কহিনূর খচিত মুকুট ছাড়াও রানির ব্যক্তিগত গহনার সংগ্রহে ছিল বহুমূল্যবান আরো একটি মুকুট। বিশেষ এ মুকুটটি বিশেষ গুরুত্ব বহন করছে। এ মুকুট তৈরি হয়েছে ২ হাজার ৮৬৮টি হিরা এবং রুপা, ১৭টি নীলকান্তমণি, ১১টি পান্না এবং ২৬৯টি মুক্তা দিয়ে।

রানির সংগ্রহে যেসব অমূল্য গহনা রয়েছে তার মধ্যে অ্যামিথিস্ট সেট অন্যতম। দ্য কেন্ট অ্যামেথিস্ট নামে পরিচিত বিশেষ এ গহনাটি মূলত রানি ভিক্টোরিয়ার মা ডাচেস অব কেন্টের। উত্তরাধিকার সূত্রে এটি হাতে আসে রানি দ্বিতীয় এলিজাবেথের। ১৯৮৫ সালের ২৬ মার্চ এ গহনাটি রানিকে পরতে দেখা গিয়েছিল। এটি মূলত হিরার ব্রোচ, নেকলেস ও কানের দুলের সমন্বয়ে একটি সেট।

ছবি: সংগৃহীত

সিংহাসনে বসার সময় ব্রিটেনের জনগণের কাছ থেকে উপহার হিসেবে অ্যাকোয়ামেরিন কানের দুল পেয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কানের দুলটি ব্রোচ হিসাবেও ব্যবহার করা যেত। ১৯৮৬ সালের ১৫ অক্টোবর শেষবার এ গয়নাটি পরেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

রানির গহনার বিশাল সংগ্রহের মধ্যে এগুলো ছিল খুবই সামান্য একটি অংশ। এছাড়াও হিরা, মুক্তা, পান্না ও জহরতের বহুমূল্য গহনার অধিকারী ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর পর এসব গহনা কে পাবে তা নিয়েই চলছে জল্পনা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর