শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাশ্মীরে ৫০০ ফুট গভীর খাদে গাড়ি পড়ে ৯ পাকিস্তানি সেনা নিহত

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ০৭ ০৭ ০১  

কাশ্মীরে-৫০০-ফুট-গভীর-খাদে-গাড়ি-পড়ে-৯-পাকিস্তানি-সেনা-নিহত

কাশ্মীরে-৫০০-ফুট-গভীর-খাদে-গাড়ি-পড়ে-৯-পাকিস্তানি-সেনা-নিহত

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে গভীর খাদে গাড়ি পড়ে অন্তত নয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার সেনা সদস্য।

রোববার (২১ আগস্ট) স্থানীয় সময় সকালে ওই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সামরিক বাহিনীর একটি বহরের অংশ ছিল ওই গাড়িটি। এটি কাশ্মীরের বাগ জেলার মাং বাজরি এলাকার দিকে যাচ্ছিল। কিন্তু গন্তব্য থেকে ১২ কিলোমিটার দূরের সুজাবাদ এলাকার কাছে একটি গিরিখাতে পড়ে যায় ওই ট্রাকটি।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোর ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই ট্রাকে ১৩ জন সেনা ছিলেন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলেই সাত সেনা প্রাণ হারান। পরবর্তীতে আহত অপর দুই সেনার মৃত্যু হয়।

আরো পড়ুন>> রাশিয়াকে শত্রু ভাবে অর্ধেক ইসরায়েলি

দুর্ঘটনায় আহত সেনাদের রাওয়ালকোটের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ট্রাকটি ৫০০ ফুট নিচে পড়েছে।

পাকিস্তানি কাশ্মীরের পাহাড়ি এলাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। সংকীর্ণ রাস্তা, অসাবধানে গাড়ি চালানো এবং নিরাপত্তার ঘাটতির কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। এর আগে গত বছরের নভেম্বরে একটি বাস গিরিখাতে পড়ে ২২ যাত্রী নিহত হয়।

সূত্র: রয়টার্স

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর