শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

কারবালায় মাজারের ওপর মাটিধস, নিহত ৪

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ১১ ১১ ০১  

কারবালায়-মাজারের-ওপর-মাটিধস-নিহত-৪

কারবালায়-মাজারের-ওপর-মাটিধস-নিহত-৪

ইরাকের কারবালায় শিয়াদের একটি মাজারের ওপর পাহাড়ের মাটিধসে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ছয়জন। সেখানে আটকা পড়েছেন বেশ কয়েকজন। রোববার এসব তথ্য নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে জানানো হয়, শনিবারের ঘটনায় আহত হয়েছেন ছয়জন। এখনো ধসে পড়া মাটিতে কেউ আছেন কিন খুঁজে বের করতে উদ্ধারকাজ চালাচ্ছেন তদন্ত ও উদ্ধারকারী টিম।

কারবালা প্রান্তরের পশ্চিমাঞ্চলে অবস্থিত কাতারাত আল-ইমাম-আলি মাজার। শহর কারবালার কেন্দ্র থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত এটি। পাহাড় কেটে বানানো স্থাপনাটি ঘিরে আকস্মিকভাবে শুরু হয় মাটিধস।

প্রাথমিক তথ্যানুযায়ী, আর্দ্রতার কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের সূত্রপাত হয়েছে। পাহাড়ের মাটিধসে মাজারের ছাদে পড়লে সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর