বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনাকালে ৪ লাখের বেশি কর্মী দেশে ফিরেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

করোনাকালে-৪-লাখের-বেশি-কর্মী-দেশে-ফিরেছে-প্রবাসী-কল্যাণমন্ত্রী

করোনাকালে-৪-লাখের-বেশি-কর্মী-দেশে-ফিরেছে-প্রবাসী-কল্যাণমন্ত্রী

করোনাকালে ৪ লাখেরও বেশি কর্মী বিদেশ থেকে ফেরত এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারদলীয় এমপি বেগম নাজমা আকতার।

প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্যানুসারে করোনার সময় ২০২০ সালে চার লাখ ৮ হাজার ৪০৮ জন কর্মী বিদেশ থেকে ফেরত এসেছে। এছাড়া ২০২১ সালে মে পর্যন্ত ৩৪ হাজার ৪৯৪ জন কর্মী আউট পাস নিয়ে ফেরত এসেছে।

একই দলের আরেক সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৮-২০০৯ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৩ লাখ ১৯ হাজার ৩১৬ জন কর্মী পাঠানো হয়েছে।

মন্ত্রীর তথ্যানুযায়ী, সব চেয়েবেশি গেছে ২০১৬-১৭ অর্থ বছরে আট লাখ ৯৩ হাজার ৭৩৯ জন এবং সবচেয়ে কম গেছে ২০২০-১২ অর্থ বছরে দুই লাখ ৭১ হাজার ৪৪৫ জন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর