শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কমনওয়েলথের ২ কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০১  

কমনওয়েলথের-২-কমিটির-সদস্য-নির্বাচিত-হলো-বাংলাদেশ

কমনওয়েলথের-২-কমিটির-সদস্য-নির্বাচিত-হলো-বাংলাদেশ

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২২-২০২৪ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরদের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে। এই কার্যনির্বাহী কমিটিতের সদস্য সংখ্যা ১৬। যার আটটি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র। বাকি আটটি  সদস্য রাষ্ট্র নির্বাচন করা হয় ভিন্ন চারটি অঞ্চল থেকে।

শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশ কার্যনির্বাহী কমিটির (ইসি) সদস্য নির্বাচিত হয়েছে।

এই কমিটিকে বাধ্যতামূলকভাবে কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, মানবসম্পদ এবং প্রশাসন সম্পর্কিত বিষয়গুলো তদারকি করতে হয়। কমিটি কমনওয়েলথের জন্য নীতিগত সুপারিশও করে থাকে।

এছাড়াও বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২২-২০২৩ মেয়াদের জন্য কমনওয়েলথ অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যও নির্বাচিত হয়েছে। এই কমিটি কমনওয়েলথ সচিবালয়ের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) একটি উপ-কমিটি হিসেবে কাজ করে, যা ৮ সদস্য নিয়ে গঠিত। এই কমিটির অন্যান্য সদস্য হল- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ঘানা, গ্রেনাডা ও ফিজি। এ কমিটি কমনওয়েলথের নতুন ও অনুমোদিত সংস্থার সদস্যপদ যাচাই করে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে,  কার্যনির্বাহী ও অ্যাক্রিডিটেশন কমিটিতে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়া কমনওয়েলথের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার, অবদান ও নেতৃত্বের প্রতিফলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথে সদস্যপদ লাভ করেছিল বাংলাদেশ।

উভয় কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ও কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সদস্য সাইদা মুনা তাসনিম।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর