বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার পাঠ্যক্রমে ফিলিস্তিনের ইতিহাস বিকৃতের চেষ্টা ইসরায়েলের

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০১  

এবার-পাঠ্যক্রমে-ফিলিস্তিনের-ইতিহাস-বিকৃতের-চেষ্টা-ইসরায়েলের

এবার-পাঠ্যক্রমে-ফিলিস্তিনের-ইতিহাস-বিকৃতের-চেষ্টা-ইসরায়েলের

অবৈধভাবে ভূমিদখল, নির্বিচারে হত্যা ও মানবাধিকারহরণের পর এবার অধিকৃত পশ্চিমতীরের ফিলিস্তিন স্কুলগুলোর পাঠ্যক্রমে বিকৃত ইতিহাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। দখলদারদের এই প্রচেষ্টার প্রতিবাদে ধর্মঘট পালন করছে পূর্ব জেরুজালেম আল-কুদসের ফিলিস্তিনি স্কুলগুলো।

ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস (পিএনআইএফ) এক বিবৃতিতে সোমবার একদিনের এ ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুরা ইহুদিবাদী ইসরায়েলের বিকৃত ইতিহাস পড়তে রাজি নয়। তারা ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রণিত পাঠ্যবই পড়বে।

চলতি মাসের গোড়ার দিকে ইহুদিবাদী ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি স্কুলগুলোতে বিতরণের জন্য নয়া পাঠ্যপুস্তক প্রকাশ করে। এসব বইয়ে ফিলিস্তিনের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় পরিচয়কে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

আরো পড়ুন>> ন্যান্সির বক্তব্য প্রত্যাখান করল আজারবাইজান

ফিলিস্তিনিরা বলছেন, জেরুজালেম আল-কুদসসহ গোটা ফিলিস্তিন ভূখণ্ডের ইতিহাস বিকৃত করে এই অঞ্চলে উড়ে এসে জুড়ে বসা ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রকে বৈধতা দেওয়ার সুদূরপ্রসারী লক্ষ্যে এসব পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে।

তেলআবিবের এ বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে গত কয়েক দিন ধরে জর্দান নদীর পশ্চিমতীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

গত শনিবার পূর্ব জেরুজালেম আল-কুদস শহরের বিভিন্ন অংশে ফিলিস্তিনি শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরা এসব বিক্ষোভে অংশ নেন।

সূত্র: আল-জাজিরা

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর