মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার একইসঙ্গে উদ্বিগ্ন ইউরোপ-রাশিয়া

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০১  

এবার-একইসঙ্গে-উদ্বিগ্ন-ইউরোপ-রাশিয়া

এবার-একইসঙ্গে-উদ্বিগ্ন-ইউরোপ-রাশিয়া

রাশিয়ার মালিকানাধীন নর্ড স্টিম-১ ও ২ গ্যাস পাইপলাইনে ছিদ্র শনাক্তের পর ইউরোপ ও রাশিয়ার মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এরইমধ্যে ছিদ্রের বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ইউরোপ। ব্যাল্টিক সাগরে পাইপলাইন থেকে বুদবুদ উঠায় উদ্বিগ্ন কোপেনহেগেন ও মস্কো। কারণ ইউরোপ ও রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে এ পাইপলাইন নির্মাণ হয়।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, দুটি গ্যাস পাইপলাইনের অবকাঠামোতে ছিদ্রের এ নাশকতা নিয়ে উদ্বিগ্ন রাশিয়া ও ইউরোপ। কারণ রাশিয়ার কাছ থেকে ইউরোপের গ্যাস পাওয়ার একমাত্র পথ হচ্ছে সেটি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো শনাক্ত করতে পারেনি কেউই। 

পোল্যান্ডের প্রধানমন্ত্রী এ ঘটনাকে নাশকতা উল্লেখ করেছেন। তবে তিনি তার বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। আর ডেনমার্কের প্রধানমন্ত্রী পাইপলাইন বাতিল করার বিপক্ষে রয়েছেন। 

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাতুয়েজ মরাউইকি বলেন, আমরা একটি নাশকতার মুখোমুখি। আমরা কি ঘটেছে তার বিস্তারিত জানি। আমরা পরিষ্কারভাবে দেখছি যে এটি একটি নাশকতা। 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর