শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

একইসঙ্গে মাঙ্কিপক্স, করোনা ও এইচআইভিতে আক্রান্ত হলেন ইতালির নাগরিক!

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০১  

একইসঙ্গে-মাঙ্কিপক্স-করোনা-ও-এইচআইভিতে-আক্রান্ত-হলেন-ইতালির-নাগরিক

একইসঙ্গে-মাঙ্কিপক্স-করোনা-ও-এইচআইভিতে-আক্রান্ত-হলেন-ইতালির-নাগরিক

বিশ্বে প্রথমবারের মতো প্রাণঘাতী তিন ভাইরাস মাঙ্কিপক্স, করোনাভাইরাস ও এইচআইভিতে একইসঙ্গে আক্রান্ত হয়েছেন ইতালির এক নাগরিক। দেশটির গবেষকরা ওই ব্যক্তির শরীরে তিনটি রোগের সংক্রমণই শনাক্ত করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি স্পেনে গিয়েছিলেন। পাঁচ দিনের সফর শেষে সেখান থেকে ফেরার পরই তার জ্বর, গলা ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা এবং গায়ে ব্যথা শুরু হয়। জানা গেছে, স্পেন সফরের সময় ওই ব্যক্তি তার এক পুরুষ সঙ্গীর সঙ্গে ‘অনিরাপদ যৌন সম্পর্ক’ স্থাপন করেন।

জার্নাল অব ইনফেকশনে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, উপসর্গ দেখা দেয়ার তিনদিনের মধ্যেই ওই ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়ে। এর আগে গেল জানুয়ারিতেও তিনি করোনায় আক্রান্ত হন।

করোনা সংক্রমণ ধরা পড়ার পর তার বাঁ হাতে একটি ফুসকুড়ি দেখা দেয় এবং পরবর্তী কয়েক দিনের মধ্যে তার পুরো শরীরে ফোসকা ছড়িয়ে পড়ে। এরপর ওই ব্যক্তিকে সিসিলির পূর্ব উপকূলের শহর কাতানিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনা ছাড়াও মাঙ্কিপক্স এবং এইচআইভিও শনাক্ত হয়। যদিও মাঙ্কিপক্স ও করোনা থেকে সেরে ওঠার পর ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

আরো পড়ুন>> নদীর তলদেশে মিললো ১১৩ মিলিয়ন বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ

গবেষকরা বলছেন, মাঙ্কিপক্স ও করোনা সংক্রমণ যে একইসঙ্গে হতে পারে ইতালীয় ওই নাগরিক তার উদাহরণ। আমাদের যৌন অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত।

বলা হচ্ছে, একই সময়ে মাঙ্কিপক্স, করোনা এবং এইচআইভি সংক্রমণের ঘটনা বিশ্বে এটিই প্রথম। তবে একইসঙ্গে এই তিন রোগে আক্রান্ত হলে রোগীর ঝুঁকি ঠিক কতটা, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর