বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘উসকানি দিয়ে’ একদিনের সংঘাতে ৪৯ সেনা হারাল আর্মেনিয়া!

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০১  

উসকানি-দিয়ে-একদিনের-সংঘাতে-৪৯-সেনা-হারাল-আর্মেনিয়া

উসকানি-দিয়ে-একদিনের-সংঘাতে-৪৯-সেনা-হারাল-আর্মেনিয়া

আজারবাইজানের সঙ্গে সোমবার থেকে চলা একদিনের সংঘর্ষে ৪৯ জন আর্মেনিয়ার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্র্রী নিকোল পাসিয়ান। আর এ সংঘাতকে উসকানি বলছে আজারবাইজান। ২০২০ সালের পর নাগোর্নো-কারাবাখ সীমান্ত নিয়ে প্রথম এ সংঘাত ঘটলো।

মঙ্গলবার আর্মেনিয়ার রাজধানী ইয়ারভ্যানে পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাসিয়ান এ দাবি করেন।

এএফপির বরাতে এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকে লাগা সীমান্তের সংঘর্ষে ৪৯ জন আর্মেনিয়ার সৈন্য নিহত হয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে প্রাপ্ত খবরে আমাদের ৪৯ জন সেনা নিহত হয়েছেন। তবে এ সংখ্যা এখনো চূড়ান্ত নয়।

আজারবাইজানের পক্ষ থেকে ভারী গোলাবর্ষণের পর তীব্র লড়াই প্রশমিত হয়েছে। এটি গতকাল সোমবার রাত থেকে শুরু হয়েছিল।

আজারবাইজান আর্মেনিয়ার অঞ্চল দখলের চেষ্টা করছে এমন অভিযোগ এনে মঙ্গলবার সকালে বিশ্ব নেতাদের কাছে সহায়তার আহ্বানও জানায় আর্মেনিয়া।

এদিকে, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আর্মেনিয়ার সেনাদের উসকানির জবাব দিয়েছে সেনারা। কোনো বেসামরিক স্থাপনায়ও হামলা করেনি আজারবাইজান। 

মন্ত্রণালয় আরো জানায়, আর্মেনিয়ার হামলায় আমাদের অনেক সেনার প্রাণ গেছে। তবে এখনো নিহতের সংখ্যা চূড়ান্ত হয়নি।

আজারবাইজান ও আর্মেনিয়া দুটি প্রতিবেশি দেশ। দেশ দুটি ১৯৯০ এবং ২০২০ সালে নাগোর্নো-কারাবাখ সীমান্ত নিয়ে যুদ্ধ করেছে। ২০২০ সালে আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধে সাড়ে ছয় হাজার মানুষের প্রাণ যায়। পরে রাশিয়ার মধ্যস্ততায় যুদ্ধ বিরতি করে প্রতিবেশী এ দুই দেশ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর