সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

উত্তর কোরিয়াকে ভয় দেখাতে গিয়ে বিপদে দক্ষিণ কোরিয়া!

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ১২ ১২ ০১  

উত্তর-কোরিয়াকে-ভয়-দেখাতে-গিয়ে-বিপদে-দক্ষিণ-কোরিয়া

উত্তর-কোরিয়াকে-ভয়-দেখাতে-গিয়ে-বিপদে-দক্ষিণ-কোরিয়া

জাপানের ওপর নিয়ে আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জবাবে ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করেছিল দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। তবে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। এতে দক্ষিণ কোরিয়ার শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ সেটি উৎক্ষেপণ ব্যর্থ হয়ে বিশাল অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে।- খবর এএফপির। 

মঙ্গলবার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্রের জবাবে সিউল ও ওয়াশিংটন যৌথভাবে সামরিক মহড়ার আয়োজন করেছিল। 

ইনহোপ এজেন্সি জানায়, মঙ্গলবার বিকেলে হায়িউন মু -২ নামের স্বল্প দূরত্বের এটি সামরিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেণ করে দক্ষিণ কোরিয়া।  কিন্তু এটি ত্রুটিপূর্ণ থাকায় উৎক্ষেপণের পরই বিধ্বস্ত হয়। ক্ষেপণাস্ত্রের চালন যন্ত্রে আগুন ধরলেও তার ওয়ারহেডে বিস্ফোরিত হয়নি। 

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এএফপি এ ভিডিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ভিডিওতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের গাঙ্গনিউংয়ের কাছে বিমান ঘাঁটিতে আগুন জ্বলছে বলে একজন জানাচ্ছেন। 

গাঙ্গনিউংয়ের সিটি হলের কর্তৃপক্ষ এএফপিকে জানান, অনেক আতঙ্কিত বাসিন্দা আমাদের সিটি হলে এ বিষয়ে যোগাযোগ করেছেন।

১৯৫০ থেকে ১৯৫৩ সালে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার যুদ্ধ শেষের পর শান্তির বদলে দুটি দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ ভাব এখনো অব্যাহত রয়েছে। যদিও দুই দেশের সীমান্তে অস্ত্রের ব্যবহার তেমন হয় না। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে একটি যুদ্ধ হিসেবেই দেখছেন অনেক বাসিন্দারা।

টুইটারে এক ব্যক্তি লিখেন, আমি মনে করছিলাম যুদ্ধ লেগে গেছে। কিন্তু পরে সামরিক প্রশিক্ষণের বিষয়টি জানতে পেরেছি। 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর