সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা আহত

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

উখিয়ায়-সন্ত্রাসীদের-গুলিতে-রোহিঙ্গা-নেতা-আহত

উখিয়ায়-সন্ত্রাসীদের-গুলিতে-রোহিঙ্গা-নেতা-আহত

কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হোসেন নামে ৩৮ বছর বয়সী এক রোহিঙ্গা নেতা আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হোসেন একই ব্লকের মোহাম্মদ মিয়ার ছেলে। তিনি আই-ব্লকের প্রধান মাঝি (কমিউনিটি নেতা)।

স্থানীয়দের বরাত দিয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ক্যাম্পে বিভিন্ন ব্লকে স্বেচ্ছাসেবকরা ঠিকমতো পাহারার দায়িত্ব পালন করছেন কিনা খোঁজখবর নিচ্ছিলেন প্রধান মাঝি হোসেন। এ সময় হঠাৎ কোমর থেকে অস্ত্র বের করে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান মুখোশধারী তিন-চারজন। এতে তিনি গুলিবিদ্ধ হন।

পরে রক্তাক্ত অবস্থায় হোসেনকে উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) স্থানীয় হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

Provaati
    দৈনিক প্রভাতী