মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা আহত

প্রকাশিত : ০১:১৫ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

উখিয়ায়-সন্ত্রাসীদের-গুলিতে-রোহিঙ্গা-নেতা-আহত

উখিয়ায়-সন্ত্রাসীদের-গুলিতে-রোহিঙ্গা-নেতা-আহত

কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হোসেন নামে ৩৮ বছর বয়সী এক রোহিঙ্গা নেতা আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হোসেন একই ব্লকের মোহাম্মদ মিয়ার ছেলে। তিনি আই-ব্লকের প্রধান মাঝি (কমিউনিটি নেতা)।

স্থানীয়দের বরাত দিয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ক্যাম্পে বিভিন্ন ব্লকে স্বেচ্ছাসেবকরা ঠিকমতো পাহারার দায়িত্ব পালন করছেন কিনা খোঁজখবর নিচ্ছিলেন প্রধান মাঝি হোসেন। এ সময় হঠাৎ কোমর থেকে অস্ত্র বের করে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান মুখোশধারী তিন-চারজন। এতে তিনি গুলিবিদ্ধ হন।

পরে রক্তাক্ত অবস্থায় হোসেনকে উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) স্থানীয় হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।