রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভিজিএফ এর চাল বিতরণে পুকুর চুরি!

প্রকাশিত: ১ জুন ২০১৯ ১৬ ০৪ ০১  

ভিজিএফ-এর-চাল-বিতরণে-পুকুর-চুরি

ভিজিএফ-এর-চাল-বিতরণে-পুকুর-চুরি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৮নং শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে গত বৃহস্পতিবার ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ চেয়ারম্যান বিএনপি নেতা তোফায়েল আহমেদ সাবু। এবার শিবগঞ্জ সদর ইউনিয়নের বরাদ্ধ পাওয়া চালের পরিমাণ প্রায় ২৯.৭৭৫ মেট্রিক টন। এ ইউনিয়নে ভিজিএফ এর মোট উপকারভোগী ১৯০০ জন এবং জনপ্রতি ১৫ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও ১২০০ জন গড়ে পেয়েছে ১২-১৩ কেজি করে। বাকি ৭০০ জন পেয়েছে ৯-১০ কেজি  করে।

গড় হিসাবে দেখা যায়, প্রায় ৯ মেট্রিকটন চাল কম বিতরণ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক এক লাখ আশি হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক ধাওয়াগীর গ্রামের একজন উপকারভোগী বলেন, এ চাউল কালো বাজারে বিক্রির জন্য একাধিক দালাল চক্র কাজ করে। তারা কম দামে চাউল কিনে বেশি দামে বিক্রি করে। এর ফলে দালাল চক্রের মাধ্যমেও চেয়ারম্যান লাভবান হয়। আমাদের চেয়ারম্যান ম্যানেজ করেই এসব করেন।

ভিজিএফ উপকারভোগী ধলী বেগম বলেন, আমি ৯ কেজি চাল পেয়েছি। রুপি বলেন, আমি ৮ কেজি চাল পেয়েছি। মলি ও চামেলী একই কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, আমি ১৩ কেজি চাল পেয়েছি। উক্ত চাউল স্থানীয়  দালালের কাছে কৌশলে পাচার হয়েছে। এসব অনিয়ম নিয়ে কথা বলতে চাইলে চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু কোন মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।

শিবগঞ্জ ইউনিয়নের ভিজিএফ এর ট্যাগ অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরানুল হক বলেন, এ বিষয়ে কিছুই জানি না। ওই ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি ভালো বলতে পারবে। তবে সচেতন একটি মহল মনে করছে, যারা গরীবের চাউল মেরে খায় তারা আবার কিসের জনপ্রতিনিধি। যে দেশে গ্রাম গঞ্জের গরীব দুস্থ্য ও অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ের জন্য বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।



দৈনিক প্রভাতী/জেডএম

Provaati
    দৈনিক প্রভাতী