সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০১  

ইরানের-ওপর-নতুন-নিষেধাজ্ঞার-হুঁশিয়ারি-বাইডেনের

ইরানের-ওপর-নতুন-নিষেধাজ্ঞার-হুঁশিয়ারি-বাইডেনের

হিজাববিরোধী বিক্ষোভকারীদের ওপর ইরানের নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার এক বিবৃতিতে এ ঘটনায় হোয়াইট হাউজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।- খবরআনাদোলু এজেন্সির।

জো বাইডেন বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে জড়িতদের নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে সমান অধিকার ও মৌলিক মানবিক মর্যাদার দাবি তোলা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পীড়নের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার সঙ্গে যুক্ত অপরাধীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন।

ইরানি জনগণের স্বাধীনভাবে প্রতিবাদ করার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার কথাও জানান বাইডেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর