বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরানি তরুণী মাশা আমিনির মৃত্যুতে হিজাব খুলে বিক্ষোভ (ভিডিও)

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১০ ১০ ০১  

ইরানি-তরুণী-মাশা-আমিনির-মৃত্যুতে-হিজাব-খুলে-বিক্ষোভ-ভিডিও

ইরানি-তরুণী-মাশা-আমিনির-মৃত্যুতে-হিজাব-খুলে-বিক্ষোভ-ভিডিও

ইরানে হিজাব না পরায় পুলিশের হাতে আটকের পর মাশা আমিনি নামের তরুণীর মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে মাশার জানাজায় হিজাব খুলে বিক্ষোভ প্রদর্শন করছেন কিছু নারী।

২২ বছরের মাশা আমিনি শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইরানের পশ্চিমাঞ্চলের কুর্দিস্তান প্রদেশের সাকেজে নিজ এলাকায় জানাজা শেষে মাশা আমিনির দাফনের চেষ্টা করা হয়। 

মাশার জানাজার সময় কিছু নারী তাদের মাথার স্কার্ফ খুলে ইরানে হিজাব পরার বাধ্যকতার প্রতিবাদ জানান। শোকার্তরা তখন ‘স্বৈশাসকের মৃত্যু চাই’ বলে স্লোগান দেন।  একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের মাঝে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গোপনভাবে মাশাকে কবর দেওয়া রুখতে সকালে হাজির হতে থাকেন বিক্ষোভকারীরা। জানা গেছে, কিছু বিক্ষোভকারী স্থানীয় সরকারের দফতরের দিকে মাশার মৃত্যুর প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।  

প্রত্যক্ষদর্শীদের দাবি, হিজাব না পরায় আটকের পর গাড়িতে মাশাকে মারধর করে পুলিশ। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর