বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরাকে গেরিলা হামলায় তুরস্কের চার সেনা নিহত

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০২  

ইরাকে-গেরিলা-হামলায়-তুরস্কের-চার-সেনা-নিহত

ইরাকে-গেরিলা-হামলায়-তুরস্কের-চার-সেনা-নিহত

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে পিকেকে গেরিলাদের হামলায় তুরস্কের অন্তত চার সেনা নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইনফ্যান্ট্রি স্পেশালিস্ট সার্জেন্ট হারুন ইলদিরিম, ইনভেন্টরি স্পেশালিস্ট সার্জেন্ট সাভাস বরলু কুর্দি গেরিলাদের সঙ্গে সংঘর্ষের সময় নিহত হয়েছেন। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে জানিয়েছে যে, গেরিলাদের সঙ্গে সংঘর্ষের সময় আহত কমান্ড সার্জেন্ট মেজর গো খান ওজিল ও স্পেশালিস্ট সার্জেন্ট ফাতিহ কালকানের মৃত্যু হাসপাতালে হয়েছে।

গত এপ্রিল মাস থেকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কয়েক দফায় কুর্দি গেরিলাবিরোধী অভিযান পরিচালনা করছে তুরস্কের সামরিক বাহিনী। সেই থেকে পিকেকে গেরিলা ও তুর্কি সামরিক বাহিনীর মধ্যে কম-বেশি সংঘর্ষ চলছে।

১৯৮৪ সালে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে পিকেকে। তখন থেকেই স্বাধীনতা দাবি করে আসছে গোষ্ঠীটি। দু’পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ককে পেকেকে গেরিলাদের সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আখ্যায়িত করেছে। যদিও ইরাকের ভেতরে তুরস্কের এ অভিযানকে বাগদাদ সরকার ও ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো ভালো চোখে দেখছে না। বাগদাদ ও প্রতিরোধে আন্দোলনগুলোর পক্ষ থেকে বারবার তুরস্কের প্রতি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর