বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইভিএমের জন্য সাড়ে ৮ হাজার কোটি টাকার প্রকল্প: ইসি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৪ ০২ ০১  

ইভিএমের-জন্য-সাড়ে-৮-হাজার-কোটি-টাকার-প্রকল্প-ইসি

ইভিএমের-জন্য-সাড়ে-৮-হাজার-কোটি-টাকার-প্রকল্প-ইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়ের জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে নির্বাচন কমিশন। 

সোমবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

প্রস্তাবিত প্রকল্পটির অধীনে প্রায় ২ লাখ ইভিএম কেনা। সেই সঙ্গে যন্ত্রের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ওয়্যারহাউজ প্রশিক্ষণ ও জনবল তৈরি করা। সব মিলিয়ে প্রায় ৮ হাজার কোটি টাকার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। প্রস্তাবটি এখন পাঠানো হবে পরিকল্পনা কমিশনে।

ইসি আলমগীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমের মাধ্যমে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের বর্তমানে যে ইভিএম আছে তা দিয়ে প্রায় ৭০-৭৫টি আসনে নির্বাচন করা সম্ভব। অবশিষ্ট যদি নির্বাচন করত হয় তাহলে অর্থাৎ ১৫০টি আসনে যদি নির্বাচন করতে হয় তাহলে আমাদের আরো ইভিএম প্রয়োজন হবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর