রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইন্দোনেশিয়ায় ভারতের কফ সিরাপ নিষিদ্ধ

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

ইন্দোনেশিয়ায়-ভারতের-কফ-সিরাপ-নিষিদ্ধ

ইন্দোনেশিয়ায়-ভারতের-কফ-সিরাপ-নিষিদ্ধ

গাম্বিয়ায় ৭০ শিশুর মৃত্যুর পর ইন্দোনেশিয়ায় ভারতের উ’পাদিত কফ সিরাপ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির রাজধানীর ২০টি শিশুর কিডনি ক্ষতির মৃত্যুর তদন্তের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। 

ইন্দোনেশিয়ার খাদ্র এবং ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা বিপিওএম জানায়, কফ সিরাপের ডাইথাইলিন গ্লাইকল এবং ইথাইলেন গ্লিকল অন্যান্য উপাদানকে বিষাক্ত করেছে কিনা তার তদন্ত হচ্ছে।

নিউ দিল্লি ভিত্তিক মেইডেন ফার্মাসিটিউক্যালস লিমিটেডের তৈরি কফ সিরাপকে পশ্চিম আফ্রিকার ৭০ শিশুর মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে। এ নিয়ে যৌথভাবে তদন্ত করছে গাম্বিয়া এবং ভারত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, চারটি মেইডেন ওষুধ পণ্যে অপ্রত্যাশিত পরিমাণের উপাদান পাওয়া গেছে যা পণ্যটিকে বিষাক্ত করতে পারে।
 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর