বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনের পাল্টা হামলায় ৩৮৫ বর্গ মাইল এলাকা ছাড়ল রাশিয়া!

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০১  

ইউক্রেনের-পাল্টা-হামলায়-৩৮৫-বর্গ-মাইল-এলাকা-ছাড়ল-রাশিয়া

ইউক্রেনের-পাল্টা-হামলায়-৩৮৫-বর্গ-মাইল-এলাকা-ছাড়ল-রাশিয়া

টানা সাতদিনে অবিরত হামলায় এক হাজার বর্গ কিলোমিটার ( ৩৮৫ বর্গ মাইল) এলাকা থেকে রুশ বাহিনী সরে গেছে বলে দাবি করছে ইউক্রেন। দেশটির দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ঐ এলাকার ভূমি এখন স্বাধীন হয়েছে বলে দাবি করছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত ১ সেপ্টেম্বর থেকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের পর এক হাজার বর্গ কিলোমিটার এলাকা স্বাধীন হয়েছে।

এদিকে, ইউক্রেনের এক জেনারেল দাবি করছেন, খারখিভ অঞ্চলের ২০টির বেশি গ্রাম পুনর্দখল করা হয়েছে। 

এরইমধ্যে রুশ বাহিনী এলাকা দখল করার অভিযানে এগিয়ে যেতে বাধাপ্রাপ্ত হচ্ছে। যদি তাই হয় তবে ইউক্রেনের জন্য উল্লেখ্যযোগ্য বিজয় আসবে।

বৃহস্পতিবার রাতে জেলেনস্কি জানান, খারখিভ অঞ্চলের উত্তর-পূর্বাংশের কাছে ১২টি এলাকা মুক্ত করেছে কিয়েভ। 

একটি ফেসবুক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, গত তিন দিনে ইউক্রেনীয় সেনাবাহিনী ৫০ কিলোমিটার অগ্রসর হয়েছে।  যদি এই তথ্য সঠিক হয় তাহলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয় সন্নিকটে। 

খারখিভের দক্ষিণ ও পূর্বে হামলায় এলাকা দখল করলে সেনারা ডোনেস্কের পূর্বাঞ্চলের কাছাকাছি আসতে পারবেন, যেখান থেকে ছয় মাস ধরে রাশিয়া তাদের সামরিক সরঞ্জাম নিয়ন্ত্রণ করছে। 

এদিকে, শুক্রবার কিয়েভের দাবি প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।  ক্রেমলিন জানায়, খারখিভের কোনো এলাকাই দখল করতে পারেনি ইউক্রেনীয় সেনাবাহিনী।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর