সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনের ওয়ান্টেড তালিকায় সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০১  

ইউক্রেনের-ওয়ান্টেড-তালিকায়-সাবেক-রুশ-প্রেসিডেন্ট-মেদভেদেভ

ইউক্রেনের-ওয়ান্টেড-তালিকায়-সাবেক-রুশ-প্রেসিডেন্ট-মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে ‘ওয়ান্টেড’ ব্যক্তির তালিকায় রেখেছে ইউক্রেন।

সোমবার (১০ অক্টোবর) দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ এ তথ্য জানিয়েছে।

মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান। এসবিইউর বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সীমানা লঙ্ঘন প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট ফৌজদারি আইনের একটি ধারার আওতায় তাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে। গত মার্চ মাসেই তার নাম ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই তালিকায় আরও যাদের নাম রয়েছে, তারা হলেন— রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার চেয়ারম্যান ভিয়াচেস্লাভ ভলোদিন, পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের চেয়ারপারসন ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো এবং রাশিয়া’স সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ।

‘ইউক্রেনে রুশ বাহিনীর যে অভিযান চলছে, তাকে আরও তীব্র করে তুলতে শুরু থেকেই এই ব্যক্তিরা নির্দেশনা দিয়ে আসছেন,’ উল্লেখ করা হয় এসবিইউর বিবৃতিতে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত বিশ্বাসভাজন হিসেবে পরিচিত মেদভেদেভ পুতিনের অনুমোদন সাপেক্ষে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার আগে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

আরো পড়ুন>> বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে ‘সুপারবাগ’ সংক্রমণ

২০২০ সালে তাকে রাশিয়া’স সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান হিসেবে নিয়োগ দেন পুতিন।

সংবিধান অনুযায়ী, রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই সংস্থার প্রধান ভ্লাদিমির পুতিন। তবে তিনি আলঙ্করিক প্রধান।

রাশিয়ার প্রেসিডেন্ট থাকাকালে মধ্যমপন্থা ও ইউরোপের প্রতি উদারনীতির কারণে পশ্চিমা বিভিন্ন দেশের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন মেদভেদেভ। কিন্তু সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান হওয়ার পর তার এ নীতিতে পরিবর্তন আসে। বিশেষ করে সাম্প্রতিক ইউক্রেন ইস্যুতে সবচেয়ে কট্টরপন্থী রুশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন দিমিত্রি মেদভেদেভ।

তবে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এতদিন পর কেন এই ওয়ান্টেড তালিকা প্রকাশ করল, কিংবা কেন আরও আগে প্রকাশ করা হলো না— সে ব্যাপারটি পরিষ্কার নয় বলে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সূত্র: ইয়াহু নিউজ

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর