মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনে হাসপাতালে ভর্তি রোগীদেরও ভোট নেয়া হচ্ছে

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০২  

ইউক্রেনে-হাসপাতালে-ভর্তি-রোগীদেরও-ভোট-নেয়া-হচ্ছে

ইউক্রেনে-হাসপাতালে-ভর্তি-রোগীদেরও-ভোট-নেয়া-হচ্ছে

দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিকস (ডিপিআর, এলপিআর), জাপোরোজিয়া এবং খেরসন অঞ্চলের রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোটের শেষ দিন আজ। এ দিনও কোন বড় ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন সেখানকার বাসিন্দারা। ভোটে সবার অংশগ্রহন নিশ্চিত করতে হাসপাতালের রোগীদের কাছেও ছুটছেন নির্বাচনকর্মীরা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টায় ভোটকেন্দ্র খোলা হয়েছে এবং বিকাল ৪টায় এটি বন্ধ হবে। এর পরেই, ভোট গণনা শুরু হবে এবং এক্সিট পোলের ফলাফল ঘোষণা করা হবে।

২০১৪ সালে স্বঘোষিত স্বাধীন প্রজাতন্ত্র লুহানস্ক ও দোনেৎস্কসহ দক্ষিণ খেরসন ও জাপোরিজিয়া প্রদেশে মঙ্গলবার পর্যন্ত এ ভোট চলবে।

রুশ বার্তা সংস্থা তাস নিউজ জানিয়েছে, স্বল্পসময়সীমা ও প্রযুক্তিগত সরঞ্জামের অভাবের কারণে, ইলেকট্রনিক ভোটিং না করে ঐতিহ্যগতভাবে কাগজের ব্যালট ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্তৃপক্ষ প্রথম চার দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করেছে।  তবে শেষ দিন মঙ্গলবার ভোটকেন্দ্রগুলো খোলা রাখা হয়েছে।

আরো পড়ুন>> ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়ান, বড় বিপর্যয়ের শঙ্কা

ডিপিআর বাসিন্দারা প্রজাতন্ত্র জুড়ে ৪৫০টি ভোট কেন্দ্রে এবং রাশিয়ার ২০০ টিরও বেশি ভোটকেন্দ্রে ভোট দিতে পারেন। এলপিআর নির্বাচন কর্তৃপক্ষ প্রজাতন্ত্রে ৪৬১টি এবং রাশিয়ায় আরও ২০১টি স্টেশন স্থাপন করেছে। জাপোরোজিয়া অঞ্চলের কর্তৃপক্ষ পুরো অঞ্চল জুড়ে ৩৯৪টি ভোট কেন্দ্র এবং রাশিয়া, ডিপিআর, এলপিআর এবং খেরসন অঞ্চলে আরও ১০২টি ভোট কেন্দ্র খুলেছে। খেরসন অঞ্চলে আটটি আঞ্চলিক এবং ১৯৮টি জেলা নির্বাচন কমিশন তৈরি করা হয়েছিল, যার বাসিন্দারা ক্রিমিয়া, মস্কো এবং অন্যান্য রাশিয়ান শহরেও ভোট দিতে পারেন।

গণভোটগুলি চারটি অঞ্চলেই বৈধ হিসাবে স্বীকৃত হয়েছে কারণ সামগ্রিক ভোটার উপস্থিতি ৫০ শতাংশ অতিক্রম করেছে৷ সোমবার রাত পর্যন্ত ডিপিআরে মোট ৮৬.৮৯ শতাংশ ভোটার তাদের ব্যালট দিয়েছেন। বর্তমানে এলপিআর-এ ভোটার উপস্থিতি ৮৩.৬১ শতাংশ, খেরসন অঞ্চলে ৬৩.৫৮ শতাংশ এবং জাপোরোজিয়ে অঞ্চলে ৬৬.৪৩ শতাংশ।

কিয়েভ এ গণভোটকে অবৈধ বলে নিন্দা করেছে। এর মাধ্যমে মস্কো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড সংযুক্ত করার চেষ্টা করছে।

বিশেষজ্ঞদের ধারণা, এ গণভোট উল্লিখিত প্রদেশগুলোকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার এক চূড়ান্ত প্রক্রিয়া।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর