শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনে স্থল-আকাশপথে হামলা করছে রাশিয়া

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ১৪ ০২ ০২  

ইউক্রেনে-স্থল-আকাশপথে-হামলা-করছে-রাশিয়া

ইউক্রেনে-স্থল-আকাশপথে-হামলা-করছে-রাশিয়া

ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের বিভিন্ন শহরে  হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে বারবার হামলার জন্য পরস্পরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন।

ইউক্রেন অভিযোগ করছে, বিদ্যুৎকেন্দ্রের আশাপাশে আরো সৈন্য মোতায়েন করছে মস্কো। একইসঙ্গে সামরিক সরঞ্জাম মজুদ করা হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযানের পরই  জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখলে নেয় রুশ বাহিনী। 

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা সেনা জড়ো করছে না। উপরন্তু  বিদ্যুৎকেন্দ্রে ড্রোন ব্যবহার করে হামলা করছে ইউক্রেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর