সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ১৯

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

ইউক্রেনে-ক্ষেপণাস্ত্র-হামলায়-নিহত-বেড়ে-১৯

ইউক্রেনে-ক্ষেপণাস্ত্র-হামলায়-নিহত-বেড়ে-১৯

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৯ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের পক্ষ থেকে নিহতের এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

জরুরি পরিষেবা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন নিহত এবং ১০৫ জন আহত হয়েছে।

হামলায় হতাহতের ঘটনা ছাড়াও বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। কিয়েভসহ দেশজুড়ে বহু বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভ, লভিভ, সুমি, টারনোপিল এবং খমেলনিটস্কি অঞ্চলের কিছু এলাকার বাসিন্দাদের মঙ্গলবার সকাল পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাতে হয়েছে।

আরো পড়ুন>> স্ত্রীকে হত্যা করতে দরজায় বিদ্যুতের তার জড়ালেন যুবক! অতঃপর…

রাশিয়ার এই সিরিজ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। রুশ হামলা থেকে আত্মরক্ষার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। জার্মানির পক্ষ থেকেও কিয়েভকে শিগগিরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দেওয়া হয়েছে।

সূত্র: সিএনএন

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর