সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনকে কঠিন জবাবের হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ পুতিন

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০২  

ইউক্রেনকে-কঠিন-জবাবের-হুঁশিয়ারি-দিলেন-ক্ষুব্ধ-পুতিন

ইউক্রেনকে-কঠিন-জবাবের-হুঁশিয়ারি-দিলেন-ক্ষুব্ধ-পুতিন

ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ কার্চ সেতুতে বিস্ফোরণের পর ইউক্রেনকে কঠিন জবাবের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

টেলিভিশনে এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ হলে কঠিন জবাব দেওয়া হবে।’ বক্তব্যে পুতিন ব্রিজে বিস্ফোরণের জন্য ফের ইউক্রেনকে দায়ী করে বলেন, ‘এটা সন্ত্রাসী কাজ।’

সোমবার ইউক্রেনের জ্বালানি এবং যোগাযোগ অবকাঠামোতে কার্চ সেতুতে আক্রমণের জবাবে রাশিয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

আরো পড়ুন>> কিয়েভে জার্মান দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

সোমবার সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে পুতিন বলেন, ফের রাশিয়ায় হামলা হলে হুমকির সমানুপাতিক জবাব দেওয়া হবে।

সূত্র: গার্ডিয়ান

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর