সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইঁদুরের তাণ্ডব থেকে রেহাই পেতে স্টিলের খাঁচায় গাড়ি পার্ক!

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০৯  

ইঁদুরের-তাণ্ডব-থেকে-রেহাই-পেতে-স্টিলের-খাঁচায়-গাড়ি-পার্ক

ইঁদুরের-তাণ্ডব-থেকে-রেহাই-পেতে-স্টিলের-খাঁচায়-গাড়ি-পার্ক

সবাই খোলা জায়গায় গাড়ি পার্ক করলেও রীতিমতো স্টিলের খাঁচা তৈরি করে গাড়ি পার্ক করছেন এক ব্যক্তি। আর এ পদক্ষেপের নেপথ্যে রয়েছে ইঁদুর। অবশেষে বুদ্ধির জোরে কিছুটা হলেও নিশ্চিন্তে ঘুমাতে পারছেন এ ব্যক্তি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বেঙ্গালুরুরের কার্তিক সেগু নামের এক ব্যক্তি ইঁদুরের উৎপাত থেকে গাড়ি বাঁচাতেই স্টিলের খাঁচা তৈরি করে গাড়ি পার্ক করছেন।

কার্তিক জানান, সবার মতোই সড়কে গাড়ি পার্ক করতেন। কিন্তু ইঁদুর ঢুকে গাড়ির তার, এসির তার, আবার সিট কেটে তছনছ করতো। নানাভাবে ফাঁদ পেতেও ধরা যায়নি ইঁদুর। যার ফলে গাড়ির ক্ষতি হচ্ছিল। অবশেষে একটি উপায়ও বের করেন কার্তিক। ছোট্ট এ প্রাণীর হাত থেকে গাড়ি বাঁচাতে সড়কের পাশে স্টিলের খাঁচা তৈরি করেন। এ অভিনব উপায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই কার্তিকের বুদ্ধির প্রশংসা করছেন নেটিজেনরা।

শুধু কার্তিকের গাড়িই নয়, বেঙ্গালুরুতে ইঁদুরের হামলা থেকে গাড়ি বাঁচানো চালকদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইঁদুরের হামলা থেকে পুরনো বা নতুন কোনো গাড়িই ছাড় পাচ্ছে না। কখনো আবার গাড়ির ভেতরে ঢুকে গিয়ে মৃত্যুও হচ্ছে। যার ফলে মরা ইঁদুর খুঁজতে বেগ পোহাতে হয় চালকদের।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর