বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আর্ত মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বীর বাহাদুর

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০২  

আর্ত-মানবতার-সেবায়-ঐক্যবদ্ধভাবে-কাজ-করতে-হবে-বীর-বাহাদুর

আর্ত-মানবতার-সেবায়-ঐক্যবদ্ধভাবে-কাজ-করতে-হবে-বীর-বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, আর্ত মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তখনই দেশ এগিয়ে যাবে।

শনিবার বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটির যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দুর্যোগময় পরিস্থিতিতে রেড ক্রিসেন্টের সদস্যরা নিজেদের জীবনবাজি রেখে কাজ করে। করোনা মহামারির সময়ও তারা অগ্রণী ভূমিকা পালন করেছে।

যুব সমাবেশ উপলক্ষে জেলার রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুণ সারকি টাউন হলে এসে শেষ হয়।

রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের চেয়ারম্যান ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্ল’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার তারিকুল ইসলাম, কারিতাস’র নির্বাহী পরিচালক সেবাষ্ঠিয়ান রোজারিও।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন সময়ে অবদানের জন্য রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ও উপজেলার স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থার সদস্য বৃন্দ, রেডক্রিসেন্টের ভোলান্টিয়াররা সমাবেশে অংশ নেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর