বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

আর-কোনো-রোহিঙ্গাকে-ঢুকতে-দেওয়া-হবে-না-স্বরাষ্ট্রমন্ত্রী

আর-কোনো-রোহিঙ্গাকে-ঢুকতে-দেওয়া-হবে-না-স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীও যথেষ্ট মনোবল নিয়ে দায়িত্ব পালন করছে।

রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সীমান্তে মর্টারশেল ছোড়ার বিষয়ে মিয়ানমারকে কড়া জবাব দিয়েছে বিজিবি। এ ঘটনায় শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। তাই বিষয়টি জাতিসংঘকে জানানো হবে। তবে এই সুযোগে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে পারবে না।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার জনবসতিতে মিয়ানমারের দুটি মর্টারশেল এসে পড়ে। এতে কেউ হতাহত না হলেও সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে মিয়ানমারের ছোড়া আরো একটি মর্টারশেল বাংলাদেশ সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া এলাকায় শূন্যরেখায় এসে পড়ে। এতে এক রোহিঙ্গা কিশোর নিহত ও কয়েকজন আহত হন। এসব ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে একাধিকবার তলব করে কড়া প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর