সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু নির্বাচনের পক্ষে: ওবায়দুল কাদের

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০১  

আওয়ামী-লীগ-অন্তর্ভুক্তিমূলক-সুষ্ঠু-নির্বাচনের-পক্ষে-ওবায়দুল-কাদের

আওয়ামী-লীগ-অন্তর্ভুক্তিমূলক-সুষ্ঠু-নির্বাচনের-পক্ষে-ওবায়দুল-কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সবসময় একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু নির্বাচনের পক্ষে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থা প্রত্যাশা করে।

রোববার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই আমাদের নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল-খুশি মতো চলে না।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আওয়ামী লীগ চায় দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তাদের জনপ্রিয়তা যাচাই করুক। পাশাপাশি ভোটের রায় গ্রহণ করার মানসিকতা গড়ে তুলুক।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর