মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইজিপির দায়িত্ব নিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০২  

আইজিপির-দায়িত্ব-নিলেন-চৌধুরী-আবদুল্লাহ-আল-মামুন

আইজিপির-দায়িত্ব-নিলেন-চৌধুরী-আবদুল্লাহ-আল-মামুন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদ্য বিদায়ী মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল মামুনকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় আইজিপি ড. বেনজীর আহমেদকে সরকারি চাকরি আইন অনুযায়ী অবসর দেওয়া হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্ডসহ ১ অক্টোবর ২০২২ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এক বছরের অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

ড. বেনজীর আহমেদ বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন ২০২০ সালের ৮ এপ্রিল র‍্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন আবদুল্লাহ আল মামুন। ১৯৮২ সালে বিসিএস (পুলিশ) কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগ দেন। ২০১৯ সালের মে মাসে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

পুলিশে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ চৌধুরী আবদুল্লাহ আল মামুন ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন। এছাড়া গত বছরের ১৮ অক্টোবর তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয় সরকার।

কর্মজীবনে আবদুল্লাহ আল মামুন পুলিশ সদর দফতর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘে তিনি বিশ্ব শান্তিরক্ষার জন্য উজ্জ্বল অবদান রেখেছেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর